নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
النجوم امن لاهل السماء واهل بيتى امن لاهل الارض
অর্থ:- “তারকারাজি হচ্ছে আসমানের নিরাপত্তা দানকারী। আর আমার হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা হচ্ছেন সমস্ত কায়িনাতের জন্য নিরাপত্তা দানকারী।” সুবহানাল্লাহ!সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক তাশরীফ কায়িনাতবাসীর জন্য সবচেয়ে বড় ঈদ উনার দিন তথা সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ। সুবহানাল্লাহ!এই মহান দিনও সম্মানিত সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার এক বিশেষ শান মুবারক। সুবহানাল্লাহ!
১৪৩৫ হিজরী শরীফ উনার সম্মানিত যিলহজ্জ শরীফ মাস উনার সম্মানিত ১৪ তারিখ, ইয়াওমুল জুমুয়াহ শরীফ রাত ১২টা ৫৮ মিনিটে কুল-কায়িনাত আলোকিত করে ইলাহী উনার অসীম রহমত নিয়ে, রসূলী নসবে, মামদূহী ও আম্মাজী উনাদের মুবারক নূরানী কাননে, হযরত শাহযাদী ঊলা আলাইহাস সালাম ও হযরত শাহদামাদ আউওয়াল আলাইহিস সালাম উনাদের মুবারক হুজরা শরীফে, সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের নূরানী গগনে, নব নূরানী চাঁদ, জান্নাতী মেহমান, হযরত শাহ নাওয়াসী ছালিছা আলাইহাস সালাম তিনি দুনিয়ার যমীনে সম্মানিত বিলাদত শরীফ গ্রহণ করেন। সুবহানাল্লাহ!
উনার মুবারক তাশরীফে মহান আল্লাহ পাক তিনি খুশি করেন হযরত ফেরেশতা আলাইহিমুস সালামসহ সমস্ত মাখলুকাত নিয়ে। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা খুশি করেন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ!
মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা খুশী করেন তামাম আশিক-আশিকা ও গোলামকুল নিয়ে। সুবহানাল্লাহ!
আজকের এই মহান খুশি উনার দিনে নব জান্নাতী মেহমান হযরত শাহ নাওয়াসী ছালিছা আলাইহাস সালাম উনার মুবারক উসীলায় মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম এবং সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের হাক্বীক্বী মুহব্বত-মা’রিফাত, তায়াল্লুক-নিসবত, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক ভিক্ষা চাই।
ইয়া আক্বা মামদূহ মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম দয়া করে আমাদেরকে এই মহান নিয়ামত মুবারক এবং তা পাওয়ার জন্য যা প্রয়োজন সবকিছু নছীব করুন। আমীন!
অর্থ:- “তারকারাজি হচ্ছে আসমানের নিরাপত্তা দানকারী। আর আমার হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা হচ্ছেন সমস্ত কায়িনাতের জন্য নিরাপত্তা দানকারী।” সুবহানাল্লাহ!সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক তাশরীফ কায়িনাতবাসীর জন্য সবচেয়ে বড় ঈদ উনার দিন তথা সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ। সুবহানাল্লাহ!এই মহান দিনও সম্মানিত সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার এক বিশেষ শান মুবারক। সুবহানাল্লাহ!
১৪৩৫ হিজরী শরীফ উনার সম্মানিত যিলহজ্জ শরীফ মাস উনার সম্মানিত ১৪ তারিখ, ইয়াওমুল জুমুয়াহ শরীফ রাত ১২টা ৫৮ মিনিটে কুল-কায়িনাত আলোকিত করে ইলাহী উনার অসীম রহমত নিয়ে, রসূলী নসবে, মামদূহী ও আম্মাজী উনাদের মুবারক নূরানী কাননে, হযরত শাহযাদী ঊলা আলাইহাস সালাম ও হযরত শাহদামাদ আউওয়াল আলাইহিস সালাম উনাদের মুবারক হুজরা শরীফে, সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের নূরানী গগনে, নব নূরানী চাঁদ, জান্নাতী মেহমান, হযরত শাহ নাওয়াসী ছালিছা আলাইহাস সালাম তিনি দুনিয়ার যমীনে সম্মানিত বিলাদত শরীফ গ্রহণ করেন। সুবহানাল্লাহ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন