মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫

সুমহান পবিত্র ১৪ই যিলহজ্জ শরীফ !! মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি সম্মানিত নানাজান হওয়ার মুবারক সুন্নতী শান আরো একবার প্রকাশ করলেন ॥ মুবারক তাশরীফ এনেছেন সাইয়্যিদাতুল উমাম, আওলাদে রসূল, ওলীয়ায়ে মাদারযাদ হযরত শাহ নাওয়াসী ছালিছা ক্বিবলা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!

সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!!
আরো একবার সারা জাহান পুলকিত হলো, আনন্দিত হলো, মহান বারে ইলাহী উনার নিকট শুকরিয়া আদায় করে সিজদাবনত হলো। নববী কাননে আরো এক নব ফুলের প্রস্ফুটন ঘটেছে, মুজাদ্দিদী ধারায় নতুন আরেকটি ধারা সংযুক্ত হলো, সঙ্কটাপন্ন বর্তমান মুসলিম উম্মাহ তথা নারীজাতি আমান তথা নিরাপত্তা পেতে আরো একজন সাইয়্যিদাতুল উমাম আলাইহাস সালাম পেলো। হ্যাঁ, মহান আল্লাহ পাক উনার একজন ওলী উনার কথা বলা হচ্ছে, যিনি সাইয়্যিদাতুল উমাম হয়ে জান্নাত থেকে এ ধরায় আগমন করেছেন। সুবহানাল্লাহ!

গতকাল মহাপবিত্র ১৪ই যিলহজ্জ শরীফ মধ্যরাতে তিনি এই যমীনে তাশরীফ মুবারক নিয়েছেন। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!! মুজাদ্দিদে আ’যম, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়ুল আউওয়াল, ক্বাইয়ুমুয যামান, সুলত্বানিন নাছির, হাবীবুল্লাহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার আবারো সম্মানিত নানাজান হওয়ার সুন্নত মুবারক উনার শান প্রকাশিত হয়েেেছ। মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার মহা সম্মানিত আওলাদ সাইয়্যিদাতুন নিসা, ত্বাহিরা, তইয়িবা, আওলাদে রসূল হযরত নাক্বিবাতুল উমাম শাহযাদী উলা ক্বিবলা আলাইহাস সালাম তিনি এবং মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত শাহদামাদ আউওয়াল, কুতুবুল আলম, আওলাদে রসূল হযরত শাফিউল উমাম আলাইহিস সালাম উনাদের মুবারক কোল জুড়ে জান্নাত থেকে তাশরীফ এনেছেন আওলাদে রসূল, ওলীয়ায়ে মাদারযাদ, লখতে জিগারে আহলু মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা হযরত সাইয়্যিদাতুল উমাম হযরত শাহ নাওয়াসী ছালিছা ক্বিবলা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!!
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে মুসলিম উম্মাহসহ তামাম কায়িনাতকে নির্দেশ মুবারক করেছেন, সকলে যেন মহান আল্লাহ পাক উনার দয়া, ইহসান, রহমত মুবারক তথা নিয়ামত মুবারক পেয়ে খুশি প্রকাশ করে। সুবহানাল্লাহ! তাই সাইয়্যিদাতুল উমাম ওলীয়ায়ে মাদারযাদ সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াসী ছালিছা ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক আগমনে সারা কায়িনাত বেমেছাল খুশি প্রকাশ করে উনাকে বরণ করে নিয়েছে। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি, গরীবে নেওয়াজ, কুতুবুল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চীশতি রহমতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনাদের বিলাদত শরীফ গ্রহণের দিনসমূহে যেমনিভাবে বিভিন্ন কারামত প্রকাশ হয়েছে তেমনিভাবে সাইয়্যিদাতুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক বিলাদত শরীফ গ্রহণের মুবারক ক্ষণে মুবারক তারিখেও বেমেছাল ও বেশুমার কারামত মুবারকের বহিঃপ্রকাশ ঘটেছে। সুবহানাল্লাহ! শুধু এতটুকুই নয়, বরং বলতে হয়- তিনি যেহেতু মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সম্মানিত শাহ নাওয়াসী ছালিছা আলাইহাস সালাম, সে কারণে উনার মহাসম্মানিত বিলাদত শরীফ গ্রহণের সময় স্বয়ং মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারাসহ সমস্ত নবী রসূল আলাইহিমুস সালাম, সমস্ত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম, সমস্ত ইমাম মুজতাহিদ আউলিয়াকে কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণ উনারা সকলেই উনাকে মুবারক আহলান সাহলান ও খোশ আমদেদ মুবারকবাদ জানাতে পবিত্র দরবারে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার মাঝে তাশরীফ মুবারক নিয়েছিলেন। সুবহানাল্লাহ!
আর এটাই তো স্বাভাবিক। কারণ ওলীয়ায়ে মাদারযাদ, আওলাদে রসূল হযরত শাহ নাওয়াসী ছালিছা ক্বিবলা আলাইহাস সালাম উনার সম্মানিত নানাজান হলেন স্বয়ং মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, উনার সম্মানিত নানীজান হলেন উম্মুল উমাম আলাইহাস সালাম, উনার সম্মানিত মামাজান হলেন হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম, উনার সম্মানিত খালাজান হলেন নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনারা। সুবহানাল্লাহ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন