রবিবার, ১ মার্চ, ২০১৫

ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, নিবরাসাতুল উমাম, সাইয়্যিদাতুনা হযরত শাহযাদী ছানী ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি সমগ্র বিশ্বের নারী জাতির হাক্বীক্বী হিদায়েত, নছীহত, নাজাত ও মুক্তির এক নূরানী আলোকবর্তিকা।

কালের প্রবাহে আবার ফিরে এসেছে সম্মানিত ১৯ রবীউছ ছানী শরীফ। সম্মানিত এদিনেই ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদাতুন্ নিসা, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ক্বায়িম-মাক্বামে উম্মু আবীহা, হযরত যাহরা আলাইহাস সালাম, লখতে জিগারে সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম, লখতে জিগারে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম, মাহবুবায়ে ইলাহী, উম্মু আবীহা, উম্মুল ওয়ারা, ছাহিবাতুল হুসনা, বাহরুল উলুম, ছাহিবাতু আজরিন আযীম, ছাহিবাতু কামালাতিত তাক্বওয়া, লাছতুন্নাকা আহদিম মিনান নিসায়ী, ওয়ারিসাতুন নাবিইয়ী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ত্বাহিরা ওয়াত ত্বইয়িবা, মাহবুবা, ফক্বীহা, মাশুকা, সাইয়্যিদাহ, মিছদাক্বে কুরআন ওয়াল হাদীছ, নিবরাসাতুল উমাম সাইয়্যিদাতুনা হযরত শাহযাদী ছানী ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন: “যে হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম! আপনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করাই মহান আল্লাহ পাক উনার অভিপ্রায়।” অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি উনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করেছেন এবং যমীনে পাঠিয়েছেন।
ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, নিবরাসাতুল উমাম, সাইয়্যিদাতুনা হযরত শাহযাদী ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি হাক্বীক্বীভাবে উপরোক্ত পবিত্র আয়াত শরীফ মুবারক উনার পরিপূর্ণ মিছদাক্ব। সুবহানাল্লাহ!

আন নি’মাতুল কুবরা আলাল আলাম, কুদরতে ইলাহী, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম, ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ক্বায়িম-মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম এবং উনাদের সম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা সকলেই নববী উদ্যানের সুরভিত গোলাপ। উনারা সকলেই নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রিয়তম আওলাদ এবং উনার মহা সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম এবং উম্মুল উমাম সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনারা কায়িনাতবাসীর নাজাত ও মুক্তির জন্য, জিন-ইনসানের হাক্বীক্বী হিদায়েতের জন্য এবং হিদায়েতের নূরে কুল-কায়িনাত আলোকিত ও আলোড়িত করার জন্য যে পবিত্র বাগান রচনা করেছেন, সে পবিত্র বাগানের দ্বিতীয় সুবাসিত ফুল হলেন সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, ক্বাযিম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম, ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, নিবরাসাতুল উমাম, হযরত সাইয়্যিদাহ শাহযাদী ছানী ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!
আমরা জেনেছি, নিবরাসাতুল উমাম হযরত শাহযাদী ছানী ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার রিয়াজত-মাশাক্কাত, ত্যাগ-তিতিক্ষা, কষ্ট-সহিষ্ণুতা, ধৈর্য্য-স্থৈর্য, সহনশীলতা, যিকির-ফিকির ও ইবাদত-বন্দিগীর নিবিষ্টতা, স্বল্পে পরিতৃপ্তি এবং দুনিয়া বিমুখতায় অতুলনীয়া। এসব মুবরক গুণ-বৈশিষ্ট্য কেবল উনারই জন্য সহনীয় ও শোভনীয়। ইলমে ফিক্বাহ ও ইলমে তাছাউফে নিবরাসাতুল উমাম হযরত শাহযাদী ছানী ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার বেমেছাল প্রজ্ঞা ও সমঝের গভীরতায় উনার মুবারক ছোহবত ইখতিয়ারকারিণী মহিলারা হতবাক ও বিস্মিত হন। হাক্বীক্বী হিদায়েত ও নছীহত উনাদের অপরাজেয় মুকুট মাথা মুবারকে নিয়ে তিনি যমীনে পবিত্র তাশরীফ মুবারক গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ!

উনাকে বুঝতে হলে আবশ্যিকভাবে লখতে জিগারে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উম্মু আবীহা, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ী আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে হাক্বীক্বীভাবে জানা, উনাকে বুঝা, উনাকে উপলব্ধি করা ফরয। আর উনাকে জানতে হলে, বুঝতে হলে, উনাকে অনুসরণ করতে হলে নিবরাসাতুল উমাম, সাইয়্যিদাতুনা হযরত শাহযাদী ছানী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনাকে জানা, মানা ও অনুসরণ করা ফরয। সুবহানাল্লাহ!
সাইয়্যিদে মুজাদ্দদে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম এবং উনার মহাসম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক অবয়বে, প্রত্যয়ী ব্যক্তিত্বে, স্নিগ্ধ-মধুর আচরণে, মুবারক বাক্যালাপে মাদানী নূর। উনাদের মুবারক দৃষ্টি সীমানায় কুল-কায়িনাতের এবং ইহকাল ও পরকালের যাবতীয় বিষয়ের সংঘটন। উনাদের বিস্ময়কর রোবে ইবলিছ শয়তানের পলায়ন। উনাদের কারণেই ধর্মব্যবসায়ী উলামায়ে ‘সূ’দের বিনাশসাধন। উনাদের মুবারক কারণেই বিশ্বব্যাপী কাফির-মুশরিকদের নিপাত। সুবহানাল্লাহ! আমরা উনাদের ছানা-ছিফত করবো কীভাবে? সে যোগ্যতা আমাদেও কোথায়?
দুনিয়ার সবকিছু জানা গেলেও মাহবুব ওলীআল্লাহ, মাহুবুবা ওলীআল্লাহ, মুজাদ্দিদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম উনাদের শান-মান-মর্যাদা-মাক্বাম উপলব্ধি করা যায় না। তাহলে নিবরাসাতুল উমাম, হযরত শাহযাদী ছানী ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার হাক্বীক্বী ছানা-ছিফত করা কী করে আমাদের পক্ষে সম্ভব? শুধু নিজেদেরকে সম্মানিত করার জন্য, গৌরবান্বিত করার জন্য, ফযীলতসমৃদ্ধ করার জন্য এবং নেকদৃষ্টি, রেযামন্দি ও সন্তুষ্টি হাছিলের জন্য আমাদের আলোচনার এ তুচ্ছ প্রয়াস।
মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা তিনি উনার পবিত্র কিতাব পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন: “(হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনি দয়া করে সকল উম্মতকে বলে দিন- “তোমাদের নিকট আমি কোনো বিনিময় চাই না। (মূলত বিনিময় তোমরা কেউই দিতে পারবে না। বরং বিনিময় দেয়ার চিন্তা করাটাও কুফরী। তবে উম্মতের মুহব্বত-মা’রিফাত, তায়াল্লুক-নিসবত, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিল করা যেহেতু ফরয) সে জন্য তোমাদের অবধারিত কর্তব্য হলো- “তোমরা আমার আপনজন অর্থাৎ আমার সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম এবং আমার সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত করো, তা’যীম করো, তাকরীম করো, গোলামী করো।” সুবহানাল্লাহ!
ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, নিবরাসাতুল উমাম সাইয়্যিদাতুনা হযরত শাহযাদী ছানী ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি উপরোক্ত পবিত্র আয়াত শরীফ মুবারক উনার পরিপূর্ণ মিছদাক্ব। তাই উনাকে মুহব্বত করা, তা’যীম করা, তাকরীম করা এবং উনার খিদমত করা, উনার গোলামী করা সকলেরই দায়িত্ব ও কর্তব্য।
আমরা সকলেই রেযামন্দি-সন্তুষ্টি হাছিলের উন্মুখ প্রত্যাশী। সম্মানিত ১৯ রবীউছ ছানী শরীফে পবিত্র ঈদে বিলাদতে হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার অবারিত ফায়িয ও তাওয়াজ্জুহ মুবারক আমাদের সম্মানলাভের এবং কামিয়াবী হাছিলের পথ খুলে দিয়েছে। নেকদৃষ্টি ও সীমাহীন সন্তুষ্টির দুরূহ পথ ও প্রতিবন্ধকতাকে মোচন করে দিয়েছে। আজ জান্নাতী নাজ-নিয়ামতের মুবারক দরজা অবারিত। সম্মানিত ১৯ রবীউছ ছানী শরীফ উনার পরম আনন্দে আমরা গোলামরা কৃপা চাই, ক্ষমা চাই, আদব ও ইসলাহ চাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন