সেই বাগানের প্রথম জান্নাতী মেহমান, উম্মু আবীহা, রহীমাহ, ফক্বীয়াহ, মাশুকাহ, মাহবুবাহ, মাদারজাদ ওলী সাইয়্যিদাতুনা হযরত শাহযাদী ঊলা আলাইহাস সালাম। তিনিই এতোই পূত ও পবিত্রা যে, উনার ছায়া পর্যন্তও কোনো পুরুষ মানুষ দেখেননি। কিতাবে পড়েছি, সাইয়্যিদুল আউলিয়া, গাউছুল আ’যম, সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার মাতার জীবনী মুবারক। তিনি এতোই পূত ও পবিত্রা ছিলেন যে, উনাকে বোবা, খোঁড়া, বধির, অন্ধ ইত্যাদি বলা হতো। কারণ উনার ওই সকল অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে তিনি কোনো দিন অসন্তুষ্টিমূলক কাজ করেননি। সুবহানাল্লাহ!
অনেক দিন উনার মেছাল জগতে পাওয়া যায়নি। কিন্তু আমাদের প্রাণপ্রিয় শায়েখ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি সাইয়্যিদুনা হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার মাতার উত্তম মেছালস্বরূপ মাদারযাদ ওলী, সাইয়্যিদাতুনা হযরত শাহযাদী ঊলা আলাইহাস সালাম উনাকে হাদিয়া করেছেন। সাইয়্যিদাতুনা হযরত শাহযাদী ঊলা আলাইহিস সালাম তিনি এমনি কষ্টিপাথর তুল্য যে, উনার ছোহবতে খাছ ওলীআল্লাহ উনার সৃষ্টি হয়ে থাকে। এর প্রকৃষ্ট উদাহরণ মাহিউল বিদয়াত, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম হযরত শাহদামাদ হুযূর ক্বিবলা আলাইহিস সালাম। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি হযরত শাহদামাদ হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনাকে সাইয়্যিদাতুনা শাহযাদী ঊলা আলাইহাস সালাম উনার উসীলায় মক্ববুল ওলী হিসেবে খাছভাবে মনোনীত করেছেন।
ওই জান্নাতী বাগানেরই দ্বিতীয় জান্নাতী মেহমান মাদারযাদ ওলী, ফক্বীয়াহ, নূরীয়্যাহ, হাবীবাতুল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত শাহযাদী ছানী আলাইহাস সালাম। তিনি এতোই খোদার মাহবুবা যে, আন্তর্জাতিক ভয়েস রুম নূরুন আল নূর-এ উনার শানে কাছিদা শরীফ শুনে এক বিধর্মী নাইজেরিয়ান নারী পর্যন্ত ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ! উনার অসংখ্য-অগণিত কারামত, রহমত, বরকত, ছাক্বীনায়ে জগদ্বাসী ধন্য।
জান্নাতী বাগানের তৃতীয় জান্নাতী মেহমান মুজাদ্দিদে আ’যমে ছানী, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল উমাম, মাদারজাদ ওলী, কুতুবুল আলম, খলীফাতুল উমাম সাইয়্যিদুনা হযরত শাহযাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম। তিনি সারা বিশ্বে খলীফাতুল উমাম নামে মশহুর। অর্থাৎ তিনি উম্মতদের খলীফা। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি উনাকে অসংখ্য অগণিত নিয়ামত হাদিয়া করেছেন। তিনি মাদারজাদ হাফিযে কুরআন, হাকীমুল হাদীছ। জ্ঞান-বিজ্ঞানে রয়েছে উনার বিস্ময়কর পা-িত্য। জ্ঞান-বিজ্ঞানের সূক্ষ্মাতিসূক্ষ্ম-পুঙ্খানুপুঙ্খ বিষয়ে রয়েছে উনার অসীম জ্ঞান। তিনিই উম্মতের যথাযোগ্য কা-ারী।
সেই বাগানে রয়েছেন আরো দু’জন জান্নাতী মেহমান। আর উনারা হলেন মাদারজাদ ওলী মাশুকাহ, মাহবুবা, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াসী ক্বিবলাতাইন আলাইহিমাস সালাম।
বাগানের জান্নাতী মেহমানগণ জগতবাসীদের জন্য নাজাতী তরী। উনারা হচ্ছেন পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত হযরত নূহ আলাইহিস সালাম উনার কিশতীতুল্য। উনাদের যারা অনুসরণ করবে, মুহব্বত করবে, তারা সকলেই নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ!
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি যেনো আমাদের সকলকে আখাচ্ছুল খাছ আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম এবং উনার আহলে বাইত শরীফগণ উনাদের হাক্বীক্বীভাবে মুহব্বত করার এবং অনুসরণ-অনুকরণ ও খিদমত করার তাওফীক দান করেন। (আমীন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন