মহান মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, কুতুবুল আলম, আওলাদে রসূল, আস্ সাফফাহ হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম এবং গুলে মুবিনা, নূরে মাদীনা, নূরে জাহান হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাদের লখতে জিগার, ক্বায়িম-মাক্বামে হযরত যাহরা আলাইহাস সালাম, নাক্বীবাতুল উমাম হযরত শাহযাদী ঊলা আলাইহাস সালাম এবং শাফিউল উমাম হযরত শাহদামাদ আউওয়াল আলাইহিস সালাম উনাদের পবিত্র মুবারক গৃহে যাঁরা পবিত্র বিলাদত শরীফ গ্রহণ করেছেন, উনারা হলেন সাইয়্যিদাতাল উমাম হযরত শাহ নাওয়াসী ক্বিবলাতাইন আলাইহিমাস সালাম। সুবহানাল্লাহ! আর হযরত শাহ নাওয়াসী ক্বিবলাতাইন আলাইহিমাস সালাম উনারা হচ্ছেন জগৎ ধন্যকারিণী দুই সম্মানিতা মুবারক মেহমান। সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতাল উমাম, আওলাদে রসূল হযরত শাহ নাওয়াসী ক্বিবলাতাইন আলাইহিমাস সালাম উনারা পবিত্র শা’বান শরীফ মাসে তাশরীফ এনে এ মাস উনাকে ধন্য করেছেন এবং পবিত্র ২৯ তারিখে বিলাদত শরীফ গ্রহণ করে এ ‘২৯’ সংখ্যাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ! এমনকি আমাদের সকলকেও ধন্য করেছেন। সুবহানাল্লাহ!
সুতরাং সাইয়্যিদাতাল উমাম হযরত শাহ নাওয়াসী ক্বিবলাতাইন আলাইহিমাস সালাম উনাদের শান, মান, মর্যাদা-মর্তবা, খুছুছিয়ত, সম্মান, বুযুর্গী, বৈশিষ্ট্য সীমাহীন ও অফুরান (অধিক); যা কস্মিনকালেও আমরা বলে, লিখে শেষ করতে পারবো না।
কাজেই সকলের উচিত সাইয়্যিদাতাল উমাম হযরত শাহ নাওয়াসী ক্বিবলাতাইন আলাইহিমাস সালাম উনাদের শান, মান, মর্যাদা-মর্তবা, সম্মান, খুছুছিয়ত, বৈশিষ্ট্য, বুযুর্গী সম্পর্কে সকলকে জানানো এবং এসব নিয়ে পরস্পর পরস্পরের সঙ্গে আলোচনা করা এবং উনাদের ছানা-ছিফত করা।
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি যেন আমাদের সকলকে সেই তাওফীক দান করেন। আমীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন