শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

মুসাররিফাতুল ক্বুলুব

জেনে রেখো, তিনি মুসাররিফাতুল ক্বুলুব,

এ তো তিলার্ধ সংশয়ের অবকাশহীন, মহান ধ্রুব।
ঋণাত্মক চিত্তের পরিবর্তন ধনাত্মক সূচকে,
উনার ক্ষণিকের ছোহবতে।



চলার পথের কেন্দ্র যদি ধন্য হয়, সেই মহান ব্যক্তিত্বে,
তবে তারুণ্যের অবাধ্যতা, নফসে আম্মারা, কুচক্রী-বিধর্মী
আর মহাশত্রু শয়তানের বহুমুখী অপকেন্দ্র বল
সব প্রশমিত হয়ে একটা মহান কেন্দ্রমুখী বলের প্রাপ্তিতে,
সুষম মসৃণ বৃত্তাকার সঞ্চার পথে, সুস্থিতিস্থাপন ইস্তিক্বামতে,
চিরন্তন বিচরণশীল সালিকা, ইলমের পরিধিতে;
অতিক্ষুদ্র সময়ের ব্যবধানে, ইলমে তাছাউফের বৃত্তকলা
পরিণত হয় পূর্ণবৃত্তে।
এমনকি সীমাস্থ কিম্বা সীমাতিক্রমকারিনী হওয়া সত্ত্বে।



এতো প্রতিপাদিত, অজ¯্র সহ¯্রমেয় দৃষ্টান্তে,
তিনি মুসাররিফাতুল ক্বুলুব
ঋণাত্মক চিত্তের ধনাত্মক সূচকে পরিবর্তন, ক্ষণিকের ছোহবতে।

http://al-ihsan.net/FullText.aspx?subid=7&textid=3598

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন