শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

আহলান সাহলান উম্মুল উম্মি তাশরীফান


শাহরুল আযম, সাইয়্যিদুশ শুহুর, শাহী রবিউল,

আলিশান অতুল, অরাউল অরা আবাদুল আবাদুল।



সাইয়্যিদুল কামিলুন বাশার, ইলাহী ইশকের বাহার,
আলিশান প্রকাশ গ্রহণে বেমেছাল মুবারক শান উনার।



বেমেছাল শানে শানদার হয়ে শামসে সাইয়্যিদী,
খুশির খুশিতে উজ্বালা করেন তামাম ধরণী।



জান্নাতী সাজে সজ্জিত ধরণী, ফের অপেক্ষমান,
ইলাহী ইশকের আশিক আশিকা উনারাও হাজিরান।



সপ্তম তারকা দিবসে নিবেন, উম্মুল উম্মী তাশরীফান,
আহলান সাহলান সেই তাকবীর ধ্বনী, আজো অনির্বাণ।



গগণ বিদারী তাকবীরে প্রকম্পিত ছিলো সারা জাহান,
শুধু কি একটি নুরানী ঘরে? শুধু কি একটি মহান পরিবারে?
আনন্দ খুশির অবিনাশী ঢেউ অঝোর ধারায় ঝরে!



খুশি খুশি আজ তামাম জ্বিন ইনসান, খুশিতে জাগায় প্রাণ,
মুক্তির আনন্দে, বিজয়ী আনন্দে যখন বিভোর মুসলমান,
নব পতাকায়, নব মানচিত্রে জাতি খুশির অশ্রু ঝরান।



শুধু কি পেলাম- একটি পতাকা কিংবা একটি দেশ!
হাবীবে ইলাহী উনার নিয়ামতের নাইতো কোনো শেষ!



নাজ-নিয়ামতের নিয়ে খাজিনা, কুবরা ছিদ্দিক্বায়ী নিশানা,
তাশরীফ গ্রহেণ স্বাধীন বাংলায়, সাইয়্যিদাহ শাহী সুলতানা।



জাগো জাগো এবার হে মুজলুমা মুসলিমা, জাগাও ধরণী ¬তল,
উম্মুল উমাম উনার নুরানী কদমে, লুটিয়ে জাগাও ঈমানী বল,
ঈমানদীপ্ত ইসলামী শানে সাজাও তামাম অন্দরমহল।।
http://al-ihsan.net/FullText.aspx?subid=7&textid=3601


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন